টাঙ্গাইলের মির্জাপুরে এডুকেয়ার একাডেমিক স্কুলের উদ্যোগে আজ (৪ ফেব্রুয়ারি) রবিবার সকাল ৯ ঘটিকা হতে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকল শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব ২০২৪ উদযাপন করা হয়েছে।

এডুকেয়ার একাডেমিক স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জনাব মোঃ শরীফ উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জাপুর, টাঙ্গাইল। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নুরুল ইসলাম সরকার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১১নং আজগানা ইউনিয়ন পরিষদ)

অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের পিঠা ও বৈজ্ঞানিক জিনিস পত্র যেমন ১:সৌরজগত২:নগরায়নের অবনতি  ৩:সামাজিক প্রতিষ্ঠান হাসপাতাল ৪:ফ্রিজ ৫: ভূমিকম্প এলার্ম, ইত্যাদি প্রদর্শনী করা হয়।

এডুকেয়ার একাডেমিক স্কুলের সহকারী শিক্ষক জনাব তুহিন সিকদারের সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ফায়জুল ইসলাম ( অধ্যক্ষ) বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ।

এডুকেয়ার একাডেমিক স্কুলের প্রধান জনাব মো:মোতালেব হোসেন এবং প্রধান শিক্ষক জনাব মো:যুবায়ের আহমেদের নেতৃত্বে সকল শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024