|
Date: 2022-10-17 13:13:42 |
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড শ্রীপুরে ভোটবিহীন সাধারণ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম ও মো.শফিকুল ইসলাম দুলু ।
বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদ্বয় মো. নূরুল আমিন ও নূর মোহাম্মদ।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালের ২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায় মো.নূরুল ইসলাম (ঘুড়ি)ভোটের আগেই শহিদুল্লাকে( তালা) সমথর্ন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
সাধারণ সদস্য প্রার্থী শহিদুল্লাহ(তালা) ৩৮ভোট,মো.শফিকুল ইসলাম দুলু (টিউবওয়েল) শূন্য,মো.নূরুল ইসলাম (ঘুড়ি )শূন্য,মো.আব্দুস ছালাম (হাতি)৫৭ এবং মো.সেলিম মিয়া (অটোরিকশা) ২৪ ভোট পেয়েছেন।
প্রিসাইডিং কর্মকর্তা মো.নূরুল আমিন বলেন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। নির্ধারিত সময়ে ইভিএমে ১১৯টি ভোট পড়েছে।একটি ভোটার অনুপস্থিত।এর মধ্যে মো.নূরুল ইসলাম ও মো.শফিকুল ইসলাম দুলু শূন্য ভোট পেয়েছে।
নূরুল আমিন আরও বলেন,ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
© Deshchitro 2024