|
Date: 2024-02-05 07:40:33 |
শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুর শহরের নিউ শেরশাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কসমেটিকসের দোকানে ৮০ হাজার জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত। ৫ ফেব্রæয়ারী সোমবার বেলা ১১ টায় এ ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এছাড়াও শেরপুর থানা পুলিশের সদস্য সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম জানান, শেরপুর শহরের বিভিন্ন এলাকার কসমেটিকসের দোকানগুলোয় মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ প্রসাধনী বিক্রি করে আসছিল। এরই গোপন সংবাদ পেয়ে ৫ ফেব্রæয়ারী সোমবার বেলা ১১ টায় শহরের নিউ শেরশাহ মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান চালাই। সেখানে মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ প্রসাধনী পাওয়ায় ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তারা অঙ্গীকার করেছেন যে, আগামী ১০ দিনের মধ্যে তারা সকল মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ সকল সামগ্রী সরিয়ে ফেলবেন। নইলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024