শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলা পরিষদ পুকুর পাড়ে এর শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সার্বিক তত্ত্বাবধানে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, জাইকা’র প্রতিনিধি শাহিনা আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, রুকুনুজ্জামান, জাহাঙ্গীর আলমসহ গণমাধ্যমকর্মীগণ। উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থ বছরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ২০ লাখ ১১ হাজার ১৭২ টাকা ব্যয়ে ৬২টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024