|
Date: 2024-02-05 14:20:33 |
চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাকড়সার জালের মত গড়ে উঠেছে অনেকগুলি ট্রাক হোটেল। অল্প পুঁজিতে বেশি লাভের আশায় মাদক ব্যবসায়ীদের অভিনব কায়দায় প্রায় সবগুলো ট্রাক হোটেলে চলছে মাদকের রমরমা ব্যবসা। বর্তমানে ট্রাক হোটেলে আশেপাশেই মিলছে মাদক।
চৌদ্দগ্রাম থানার ০৬নং ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় জোনাকী ট্রাক হোটেলের পাশে গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩৮) কে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)মোহাম্মদ ওসমান গণি সঙ্গীয়ফোর্স নিয়ে ( ৪ ফেব্রুয়ারী) ৫.৩০মিনিটের সময় ০৬নং ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিমে ট্রাক হোটেল জোনাকির পাশে একটি টং দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)কে গাঁজা বিক্রি করার সময় ৫০টি গাঁজার রোল=১কেজি সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর আলম চৌদ্দগ্রাম থানার ঘোলপাশা ইউনিয়নের উত্তর বাবুর্চি (বসুন্ডা বাড়ি) মৃত রুহুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন কিছু আসামি জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে এ প্রেরণ করা হবে।
© Deshchitro 2024