মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার কাঁমারগাও আইডিয়াল স্কুলের সামনে দোহারমুখী মোটরসাইকেলের পেছন থেকে পরে যায় স্বর্ণা আক্তার (১৭)। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘাতক ট্রাক দোহারের দিকে পালিয়ে যায়।
এই ঘটনায় সঙ্গীকে উদ্ধার না করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় মোটরসাইকেল চালক। প্রাথমিক ভাবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এতে যুবককে ঘিরে দেখা দিয়েছে রহস্য। পুলিশ পলাতক ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে।
স্থানীয় এক দোকানী জানান, দুর্ঘটনায় মেয়েটা মারা গেলেও মোটরসাইকেল চালক মেয়েটাকে না ধরে দ্রুত পালিয়ে যায়।
নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা, ঢালারপাড় গ্রামের সেকান্দার খালাসীর মেয়ে। সে পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী ছিল।
এবিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন | সম্পাদক : ওয়াহিদুজ্জামান