মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

শীতের কুহেলী কেটে বসন্ত জাগ্রত দ্বারে। এমনই মাহেন্দ্রক্ষণে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদুজ্জামান খান। লন্ডন প্রবাসী এই মহান ব্যক্তি শুক্রবার মাতৃভ‚মি বাংলাদেশে আসেন। নিজ জন্মস্থান সাতক্ষীরায় আসার পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।


সোমবার সন্ধ্যায় দৈনিক সাতক্ষীরার সকাল পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট কবি, লেখক ও নবজীবনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার শহীদুজ্জামান খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক তারেকুজ্জামান খান, নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সহকারী সম্পাদক আজগার আলী, গ্রাফিক্স ডিজাইনার আবু সাঈদ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024