ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় বিনামূল্যে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।  জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. খাদিজা সিদ্দিক সুইটির নেতৃত্বে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। উল্লেখ্য যে, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রসূতি মায়েদের জন্য নরমাল ডেলিভারির ব্যবস্থা থাকলেও হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। উপজেলাবাসীর জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেবার মান উন্নয়নের অংশ হিসেবে এই প্রথম হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করে এ কার্যক্রম চালু করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024