টেকনাফ সীমান্তের অস্থির পরিস্থিতির মাঝেও থেমে নেই মানব পাচারকারীদের দৌরাত্ম। টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে নিয়মিত মালয়শিয়া মানব পাচার চলছে।আর জিম্মিদশায় অর্থ আদায়ের জন্য নির্যাতনের শিকার মানুষদের আর্তচিৎকার ভেসে আসে কোন কোন এলাকা থেকে।


তেমনি ভাবে গত কয়েকদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার সাইফুল, তোফাইল সহ বেশ কয়েকজনের বাড়ী থেকে রাতের আঁধারে আর্ত চিৎকার শোনাতে পেয়েছেন স্থানীয়রা।



খোঁজ নিয়ে জানা গেছে দক্ষিণ লম্বরীর মৃত হাফেজ আহমদের ছেলে সাইফুল্লার নেতৃত্বে রমরমা মানবপাচার চলছে । রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন জায়গা থেকে পাচারের শিকার মানুষদের লম্বরী-তোলাতুলি এলাকায় আটকে রাখা হয়। পরে তাদের কাছ থেকে টাকা আদায়ের পর তুলে দেয়া হয় সাগরপথে নৌকায়।


একাধিক মামলার আসামী সাইফুলের করেছে পাচারের সিন্ডিকেট। প্রশাসন জনপ্রতিনিধি ও আইন শৃংখলা বাহিনীকে ম্যানেজ করে তারা এই কাজ করে বলে এলাকায় প্রচার করে থাকে। ফলে এলাকাবাসী ভয়ে দুরে থাকে তাদের কাছ থেকে।


তার সিন্সাডিকেটে আরো রয়েছে সাইফুল্লার বোন শফিকা, ইসলাম ইসলাম খাতুন একই এলাকার


মোহাম্মদ সালাম, তোফায়েল মা সোসোনা, নুনা , আবু বক্কর।


সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী আদর্শ গ্রাম রাস্তার পশ্চিম দিকে তাদের আস্তানা।


জানা গেছে কিছুদিন আগে খোদ এক ইউপি সদস্য এই সিন্ডিকেটের হাতে বিশ হাজার টাকা তুলে দিয়ে একজন ভিকটিমেকে উদ্ধার করে নিয়ে আসেন।



এবযাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি অভিযোগ পেলে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হবে বলে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024