প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তে সরকারী বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির জেরধরে টেকনাফ সীমান্ত এলাকায় উত্তেজনার মধ্যেও মাদক কারবারী চক্রের তৎপরতা থেমে নেই। বিজিবি জওয়ানেরা সীমান্তে অভিযান চালিয়ে ৬৪হাজার ৬শ পিস ইয়াবার চালান জব্দ করেছে।


সুত্র জানায়,৬ফেব্রæয়ারি সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৪ হতে আনুমানিক ৭শ গজ দক্ষিণ দিকে হেলালের ঘের এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঘটনাস্থলে গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ১জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ২শ গজ বাংলাদেশ অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে হেলালের ঘেঁরের দিকে আসতে দেখে টহলদল তাকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রæত দৌড়ে পাশ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলার ভিতর হতে ৬৪হাজার ৬শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 



টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, বিজিবি টহলদল উক্ত এলাকায় সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি। তবে চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। 


এদিকে প্রতিবেশী দেশে দুপক্ষের যুদ্ধ ও গোলাগুলি এবং বিস্ফোরণে সীমান্তের মানুষ আতংকে রয়েছে। ওপারের সীমান্তরক্ষী বাহিনী নিরুপায় হয়ে বিভিন্টন পয়েন্ট দিয়ে বাংলাদেশে স্বশস্ত্র অবস্থায় আশ্রয়ের জন্য ছুটছে। এমন পরিস্থিতিতে মাদক কারবারীদের অপতৎপরতা জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ###

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024