আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় দোকানে দুঃসাহসিক
চুরি সংঘটিত হ্য়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বেউলার ইন্দ্রজিত
বসাকের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
বেউলা গ্রামের মৃত
চন্ডী প্রসাদ বসাকের পুত্র ইন্দ্রজিৎ বসাক ঘটনার দিন সন্ধ্যা রাতে
প্রতিদিনের ন্যায় দোকানের শার্টার বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতের কোন এক
সময় সংঘবদ্ধ চোরেরা দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে দোকানে থাকা কিছু
নগদ টাকা, বিভিন্ন কোম্পানির রিচার্জ কার্ডসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
এরিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া টাকা ও মালামালের সঠিক হিসাব জানা
যায়নি।