|
Date: 2024-02-06 15:22:56 |
স্বপ্নের সেই কলাবতী
কথাঃ সাগর মাহমুদ
তোমাকে নিয়ে হারাবো আমি সেই চিরচেনা বর্ষায়, তোমার লাগিয়া রাখাল সাজিবো ধান বুনিবো কাঁদায়। অনেক সুন্দর সাজানো থাকিবে আমাদের সেই ঘর, তোমাকে নিয়ে বাঁধিবো বাসা সেই গহীন বালুচর (★)
তোমার বিরহে মলিন হইয়া একলা গায়বো গান, গানের ছন্দে ডাকিবো তোমায় সুর ছাড়াবো অম্লান। মধুর করিয়া তুলিবো আমি সেই চন্দ্রিমা রাতে, কাছেই আসিয়া বসিবো প্রিয়া দু'জন দু'জনার সাথে(★)
অনেক কথা বলবো তোমায় ওগো স্বপ্নের রাজকন্যা, তোমার লাগিয়া মনের নদীতে মাঝে মাঝে আসে বন্যা। আমার স্বপ্নে আসো তুমি কলাবতীর সাজে, মুখ লুকিয়ে তখনই হাসো আমার বুকের মাঝে (★)
স্বপ্নের সেই রাজকন্যার অনেক লজ্জা ও ভয়, আমি তোমার মন ভিখারি আর যে কেউ নয়। আমার মনের কষ্ট গুলো কাকে দেবো বল,তুই ছাড়া সাগর মাহমুদ পঁচা একটা ফল (★)
© Deshchitro 2024