মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে শিক্ষক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।


সভায় আগামী ১৩ এপ্রিল-২৪’ কলারোয়া সরকারি কলেজে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তী বর্ষকে সার্থক ও সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উদযাপন সফল করতে আগামী ১০ ফেব্রুয়ারী কলেজে শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় সকলের উপস্থিতি কামনা করা হয়।


সভায় জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ শহিদুল আলম, জেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ রেজাউল ইসলাম, পাবলিক ইনস্টিটিউট’র সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাবেক প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, প্রাইমারী শিক্ষক নেতা আরিফুজ্জামান কাকন, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক জাকির হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, আঃ আলিম, শফিকুল ইসলাম, আনিছুর রহমান, শহিদুল ইসলাম, সহ রেজিষ্ট্রেশন কমিটির সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমান, প্রচার কমিটির সদস্য সচিব শেখ শাহাজাহান আলী শাহিন সহ শিক্ষকবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024