বাবা মানে 
ইমরান খান রাজ 

বাবা মানে খোলা আকাশ 
আমার চলার সাথী 
বাবা মানে হাজার স্বপ্ন 
ভালোবাসা রাশি রাশি। 

বাবা মানে শেষ আশ্রয় 
আধার ঘরের আলো 
বাবা মানে অসীম সাহস 
দূর হয়ে যায় কালো। 

বাবা মানে না চাইতেই 
পূরণ করে স্বপ্ন 
বাবা মানে মহান যোদ্ধা 
সর্বগুণ সম্পন্ন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024