|
Date: 2024-02-07 09:15:51 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের অয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পরামর্শমূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
© Deshchitro 2024