" বাংলা ইশারা ভাষার প্রচলন করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সমনে রেখে ঝলকাঠির নলছিটিতে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৪।

 বুধবার সকাল ১১টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নলছিটি'র কনসালট্যান্ট ডা. আরাফাতুল ইসলাম সম্রাট'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি, ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল। স্নায়ু ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সালেহা খাতুন, দপদপিয়া প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।  

আলোচনা সভা শেষে ৬ জন শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে ৩টি হুইলচেয়ার ও ৩টি ট্রাইসাইকেল এবং ৭ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ৭টি স্মার্ট সাদাছড়ি এবং ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শীতবস্র বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024