|
Date: 2024-02-07 14:09:56 |
নওগাঁর পত্নীতলায় হায়দার এন্টারপ্রাইজ এর অঙ্গ প্রতিষ্ঠান হায়দার অটোমোবাইলস এর আয়োজনে ও পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সার্বিক সহযোগীতায় অগ্নিকান্ড দুর্ঘটনা এড়াতে মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বধবার সকাল ১০ টায় উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্ম পুকুর এলাকায় হায়দার অটোমোবাইলস কারখানায় পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলামের নেতৃত্বে অগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রকৃতিতে শীত শেষে বসন্তের আগমনী বার্তা শুরু হয়েছে এখন খড়া মৌসুম এসময় অগ্নিকান্ড তুলনামূলক বেশী হয়ে থাকে তাই
পত্নীতলা ফায়ার স্টেশনের কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় পাড়া, মহল্লায়, গ্রামে গ্রামে রাস্তার মোড়ে স্কুল কলেজের মাঠে মানুষকে সচেতন করতে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষন প্রদর্শন করে মানুষকে বিভিন্নভাবে সচেতন করে আসতেছে।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে, কি করতে হবে, শর্ট সার্কিট থেকে আগুন লাগলে করণীয় কি, কারো শরীরে বিদ্যুৎ শকট হলে তাকে খালি হাতে ধরা যাবে না, গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিয়ে নিভানো যায়, দ্রুত অগ্নি নির্বাপণের নানা কৌশল প্রদর্শনীর মাধ্যমে শিখিয়ে দেন।
© Deshchitro 2024