|
Date: 2024-02-08 02:49:43 |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এবং আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
গতকাল জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তাকে এই দুই কমিটির সদস্য মনোনীত করা হয়। এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, আমি দুটি স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমাকে দুটি মন্ত্রণালয়ের সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও এমপি রুয়েল আরো বলেন, আমি যেন নিজের নির্বাচনী এলাকাসহ সারাদেশে মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে পারি। এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।
© Deshchitro 2024