নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া আমতলী স্পোর্টিং ক্লাব নাইট শো ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিআর সেভেন একাদশ।

বুধবার (৭ই ফেব্রুয়ারী) রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া আমতলী স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত নাইট শো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সহিদ আহম্মেদ সান্তু।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রানা।

খেলায় ডোমার ট্যালেন্ট কোচিং সেন্টারকে পরাজিত করে টুর্নামেন্টের ৫০ হাজার টাকার প্রাইজমানি ও শিরোপা অর্জন করে সিআর সেভেন একাদশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024