দাগনভূঞায় ২২জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর মমারিজপুর এলাকার দারুল কুরআন ওয়াস্সুন্নাহ কাসেমুল উলূল মাদ্রাসার আয়োজিত এক অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের এই পাগড়ি প্রদান করা হয়। 


শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ উত্তীর্ণ এসব শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাঈদ আহমদ মুজাদ্দেদী। 


বিশেষ অতিথি ছিলেন চর লক্ষীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল মনসুর মোহাম্মদ নূরুল আফসার, দারুল উলুম কুঠিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতি জুবায়ের হোসেন মাওলানা ইব্রাহীম, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইব্রাহীম সরদার, মুহাদ্দিস মাওলানা মোঃ নেজাম উদ্দিন, মুহাদিদ্দস নাজেমে তালেমান রবিউল হক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, চর মজলিসপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম ও মাতুভূঞা ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। 


আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024