|
Date: 2024-02-08 08:42:24 |
সিরাজগঞ্জে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে নিয়ে সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ( ০৮ ফেব্রুয়ারী ২০২৪) দূপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের
উপ-পরিচালক ফারুক আহামেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র শবে মিরাজের উপর তাৎপর্য মূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) এস. এম রকিবুল হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি এস. এম রকিবুল হাসান তিনি তার বক্তব্যে বলেন,ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)শবে মিরাজ নফল ইবাদত। সারাবিশ্বের মুসলমান এই রাতটি ইবাদতের মধ্যদিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্যদিয়ে রাতটি কাটান তারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ এশারত আলী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেদওয়ানুল হক সোহাগ।
© Deshchitro 2024