|
Date: 2024-02-08 10:40:02 |
দুর্যোগ সৃষ্টি হয় প্রকৃতি হতে,
বসবাস করে দক্ষিণাঞ্চল তার সাথে।
বন্যায় বিধ্বংস গ্রাম সারি সারি -
কী আশ্চর্য দুর্যোগের কথা যাই বলিহারি!
যখন বন্যা সৃষ্টি হয়,
তখন চারদিকে পানি রয়।
বন্যা সম্পর্কে যতটুকু জানি,
নদীকূলের সম্পদের ঘটায় হানি।
সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগের নাম,
আসলে পরে ধ্বংস করে গ্রামের পর গ্রাম।
সাইক্লোন সাগর থেকে সৃষ্টি হয়,
এটি প্রচন্ড গতিবেগে বয়।
সাপের কুন্ডলির মতো ঘূর্ণিবেগ বটে,
আসলে পরে জান ও মালের দুর্ঘটনা ঘটে।
ভূ-অভ্যন্তরে হঠাৎ সৃষ্টি কম্পন,
কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে করে আকস্মিক আন্দোলন।
পর্যায়ক্রমে ঘটতে পারে একাধিক বার,
সাধারণত ভূমিকম্প কয় তার।
ভূ-গর্ভের টেকটোনিক প্লেড অচলমান নয়,
এরা দিক পরিবর্তনের ধাক্কায় ভূমিকম্প হয়।
সুন্দরবন মায়ের মতন,
রক্ষা করে দক্ষিণাঞ্চলের প্রাণ ও ধন।
•• লেখক : মোঃ ফয়জুল্যাহ হোসেন
© Deshchitro 2024