বাঁশখালী উপজেলার বাহারছাড়া ইউনিয়নের পেলে গাজীর বাড়ীতে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৪টি সেমি পাকা ঘর পুড়ে চাই হয়েগেছে। 
খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী ফায়ার সার্ভিস পৌঁছালেও ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। দীর্ঘ ৪৫ মিনিটের মতো সময়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এতক্ষণে বাড়ীটি পুড়ে মাঠির সাথে মিশে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০-৫০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।
স্থানীয়রা জানান, দুপুর ১.৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মৃত আনু মিয়ার পুত্র মোঃ কামাল উদ্দিন, মোঃ জাফর, মোঃ দিদার, মোঃ শহিদ উল্লাহ ৪টি বসতঘর পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। আমরা যাওয়ার পূর্বেই স্থানীয়রা
আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024