|
Date: 2024-02-08 12:08:46 |
নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ।
আজ বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের ৬নং ওয়ার্ডের চিকনমাটি ধনীপাড়া এলাকা স্থ ডোমার বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র ও ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।
ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আকতারুজ্জামান, মোঃ রুহুল আমিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ আব্দুস সালাম, সখিনা আক্তার প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
আলোচনা শেষে নবাগত ছাত্রীদের বরণ ও বিদায়ী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। এছাড়া স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিদ্যালয় ক্রীড়া দলের সদস্যরা ট্রফি ও পুরষ্কার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© Deshchitro 2024