মোঃ ফরমান উল্লাহ


আজ ৮ফেব্রুয়ারী ২৬ রজব পবিত্র শবে মেরাজ।  শব ফার্সি শব্দ এর অর্থ রাত, আর মেরাজ শব্দের অর্থ উর্ধ্বাকাশে গমন। শবে মেরাজ শব্দের অর্থ হলো উর্ধ্বাকাশে গমনের রাত।


এ রাত্রিতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে পর্যায়ক্রমিকভাবে আরশে আজিম পর্যন্ত গমন করেন এবং আল্লাহ তায়ালার দিদার লাভ করেন।  সেখানে তিনি জান্নাত এবং জাহান্নাম দেখে আসেন। মেরাজ থেকে তিনি তার উম্মাত(মুসলমানদের)এর জন্য হাদিয়া হিসাবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এবং সুরা বাকারার শেষ দুই আয়াত নিয়ে আসেন।


ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এ রজনী পালন করে থাকেন।  বাংলাদেশ সহ সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিগন অত্যন্ত গুরুত্বের সাথে এ রাত্রিতে ইবাদত করে থাকেন।


আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত এ রজনীতে বিশেষ ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024