|
Date: 2024-02-08 14:44:47 |
শ্যামনগরে নদীতে বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌবাহিনী যৌথভাবে বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, বৃহস্পতিবার(৮ জানুয়ারী) সকাল থেকে দিন ব্যাপী সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া সহ অন্যান্য নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেহুন্দি জাল, কারেন্ট জাল, ব্লনেট জাল, মশারী জাল উদ্ধার পূর্বক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আটককৃত জালের পরিমান হল বেহুন্দি জাল নয় হাজার মিটার, কারেন্ট জাল চার হাজার মিটার, মশারী জাল ছয় হাজার মিটার, চরঘেরা জাল দুই হাজার মিটার ও চায়না জাল দুই শত মিটার।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রতিনিধি হিসাবে ইউআরএ-৩ এম জসিম উদ্দীন, এলইএন এম সাজেদুল ইসলাম, আরইএন-১ এম শহিদুল ইসলাম, এবি এম মনির হোসেন, এবি এম নাজমুল হাসান। মৎস্য অফিসের পক্ষে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোঃ মুজিবুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর মেহেদী হাসান।
তিনি আরও বলেন বিশেষ কম্বিং অপারেশন ২০২৪এর অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয় খোলপেটুয়া, কাকশিয়ালী, ঝাঁপা, বালিয়াখালী, নওয়াবেঁকী সহ অন্যান্য স্থানে এবং উদ্ধারকৃত জাল গুলি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ছবি- শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন নদীতে কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক নৌবাহিনী ও মৎস্য দপ্তর কর্তৃক।
© Deshchitro 2024