চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলার নূর আহমদের ছেলে মাঈনুদ্দীন (৩২) ও বোয়ালখালী থানার কদুরখীল গ্রামের মিলন দে’র ছেলে রয়েল দে (২৭)।

 সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, ‘আজ বিকাল ৩টায় ৩২ নম্বর ওয়ার্ডের দালাল মাঈনুদ্দীন ও রয়েল দে নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024