রেল স্টেশনে দায়িত্বরত একজন আনসার সদস্যকে হত্যা করা হয়েছে।

প্ল্যাটফর্মে অস্বাভাবিক ঘোরাঘুরি করতে নিষেধ করায় পুলিশের এক উপপরিদর্শকের  সঙ্গে তর্কে জড়ায় কয়েকজন তরুণ। 

উপপরিদর্শককে গালিগালাজ করে।  পুলিশ তখন আনসার সদস্যদের ওই তরুণদের ধরার জন্য নির্দেশ দেয়। আনসার সদস্যরা ধরতে গেলে একজন মাইনুলকে ঘুষি মারে।

ঘটনা স্থলে তিনি পড়ে যান। পরে তার নাক মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে। 

অবস্থা খারাপ হওয়াতে সহকর্মীরা ধরে হাসপাতালে আনে ও  ইসিজি করা হয়। এরপর ৯.১৫ মিনিটের দিকে তিনি মারা যান ।

নিহত মাইনুল ইসলাম এর বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি  রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর পালপুর গ্রামে। তিনি আনসার ভিডিপির একজন সদস্য।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024