মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে নাজিমগঞ্জ-নূরনগর সড়কের আতাপুর এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নূরনগর অভিমুখে যাওয়া মোটরসাইকেলের সাথে আতাপুর এলাকায় বিপরীতমূখী একটি ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় অজ্ঞাতনামা ঐ ব্যক্তিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


নিহতের মানিব্যাগে থাকা একটি জাতীয় পরিচয় পাওয়া গেছে। পরিচয়পত্রে নাম রয়েছে সাইফুল ইসলাম গাজী (৪৫), পিতার নাম-জহুর আলী গাজী, মাতার নাম-মোছাঃ সুফিয়া বিবি, গ্রাম-শিব চাঁন্দ্রপুর, ডাকঘর-আজাদনগর, শ্যামনগর, সাতক্ষীরা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024