ঝালকাঠির নলছিটিতে আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভূগিদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে নির্মিত জুরকাঠি আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে শুকনা খাবার ও অন্যান্য উপকরণ বিতরণে কালে তিনি বলেন ঝালকাঠি জেলা এখন গৃহহীন মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মানুষদের জন্য সারা দেশে আড়াই লাখ গৃহ নির্মাণ করে দিয়েছেন। আপনাদের মতো গৃহহীন মানুষ যাদের এক সময় ঘর ছিল না তাদের হাতে তুলে দিয়েছেন ঘর। তারা সবাই এখন একটি সুন্দর ঘর পেয়েছেন এবং সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের।
 
তিনি আশ্রয়ন প্রকল্পের ৪১জন উপকারভোগীদের মাঝে শুকনা খাবার,শীতের কম্বল ও আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসকারীদের স্কুলগামী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি উপকারভোগীদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। 

এসময় তার সাথে ছিলেন ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) সমাপ্তি রায়, দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বিজন কৃজ্ঞ খরাতি প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024