এই ছেলেটার নাম রতন।ও আমাদের স্কুল জীবনের বন্ধু ছিলো।সে বর্তমানে অন্ধ ৮০%। গত কয়েকদিন আগে তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বাড়িতে তার বৃদ্ধ মা ও অসহায় স্ত্রী রয়েছে।তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড পাবনাপাড়ায় তার বাসস্থান।। 

একসময় তার মিষ্টির দোকান ছিলো,এখন সে বেকার।উপার্জনের অভাবে কষ্টে দিন যাচ্ছে তার।

দুইমাস আগে তাকে নিয়ে আমি একটি ভিডিও তৈরী করেছিলাম,,সেই ভিডিও দেখে কিছু মানুষ সামান্য সহযোগিতা করেছিলো।সেই টাকায় গতমাসে নেপাল থেকে চোখের ডাক্তার দেখিয়েছে।।তাকে পরপর দুমাস নেপালে যেতে হবে,,মোট খরচ হবে একলক্ষ টাকা।।

তার চোখের দৃষ্টি শক্তি ফেরত পেতে চিকিৎসার জন্য তাকে সাহায্য করুন,,নয়তো সারা জীবন অন্ধত্ব নিয়ে জীবন কাটাতে হবে।। 

রতনের বিকাশ নম্বর 01739484991

নগদ নম্বর৷ 01717268256

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024