দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নীলফামারী জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহেরুন আকতার পলিন।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রমের বুথ থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

মেহেরুন আকতার পলিন পরপর দুইবার নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন। এছাড়া তিনি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবিষয়ে নারী সংসদ সদস্য পদপ্রার্থী মেহেরুন আকতার পলিন বলেন, এতদিন জনগণের প্রতিনিধির ভোটের মাধ্যমে পরপর দুইবার নির্বাচিত হয়ে ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার দায়িত্বভার পালন করছি। নারী হিসেবে আমি আমার কাজের পরিধি বৃদ্ধি করতে চাই। আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সাথে মিশে থাকা মানুষগুলোকে মূল্যায়ন করবেন। তার সিদ্ধান্তের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024