আসন্ন ৬ষ্ঠ ডোমার উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার।

আজ শুক্রবার (৯ই ফেব্রুয়ারী) পবিত্র জুম্মার নামাজে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়।

মোঃ আব্দুল মালেক সরকার বর্তমানে ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত ২০২২ সালের ৩১শে জুলাই থেকে ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে, নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

চেয়ারম্যান পদে লড়াই করার কথা জানিয়ে মোঃ আব্দুল মালেক সরকার বলেন, বিগত ৫ বছর যাবৎ আমি ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের জন্য আমার শ্রমের প্রতিদান স্বরূপ জনগণ আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দাবি জানান। আমিও তাদের সাথে একমত হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলাম। ইনশাআল্লাহ, ডোমারকে স্মার্ট ও মডেল উপজেলায় পরিণত করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024