বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ৩৩০ পিচ ট্যাপেন্ডাডল নিয়ে মাদক ব্যবসায়ী সহ আটক ০২।

সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, ০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি থানাধীন বাড়ইপাড়া সরকারপাড়া গ্রামস্থ মৃত নুরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী শিপন মিয়া (২৮) কে মৃত নুরুল ইসলাম এর বসত বাড়ীর সামনে ইট পাড়া রাস্তার উপর হতে ৩৩০(তিনশত ত্রিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক কুপতলা পন্ডিতপাড়ার মৃত মনছের আকন্দের ছেলে লেবু আকন্দ (৪৫) আটক করা হয়।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024