|
Date: 2024-02-09 11:01:27 |
সারাদিন গোলাগুলি বন্ধ থাকার পর আবারও পর পর ৩০/৩৫ রাউন্ড গোলাগুলি হয়েছে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এর উনছিপ্রাং সীমান্তের ওপারে। সেখানে মিয়ানমারের জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এপারের স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে টেকনাফের উনছিপ্রাং সীমান্তে গোলাগুলির বিকট শব্দ শুনেছে স্থানীয় লোকজন।
উনছিপ্রাং সীমান্তের স্থানীয় বাসিন্দা মাহফুজুল ইসলাম বলেন, হঠাৎ ৭ টা ৪৫ মিনিটের দিকে পর পর ৩০/৩৫ টি গোলাগুলি হয় ওপারে। আমরা গোলাগুলির বিকট শব্দে ভয় পেয়ে গিয়েছিলাম। তখন এলাকাবাসী ছোটাছুটি করছিলো।
আজকে ভোর ৫ টার দিকে উখিয়ার থাইংখালীর রহমতেরবিল এলাকায় কয়েকটি গোলাগুলির বিকট শব্দ শোনা যায়। এছাড়া সারাদিন সীমান্ত এলাকায় কোন গোলাগুলির শব্দ শোনা যায়নি।
© Deshchitro 2024