|
Date: 2024-02-09 12:56:30 |
তারুণ্যভিত্তিক সংগঠন Youth Light আয়োজিত ‘National General Knowledge Competition-2024’ এর ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশ থেকে অনলাইনে অংশ নেওয়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে ভিকারুননিসা স্কুল & কলেজ, ঢাকা-এর শিক্ষার্থী তাজনীন জাহান রাইসা, দ্বিতীয় হয়েছে শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল-এর শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ, তৃতীয় হয়েছে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থী আমরিন রহমান, চতুর্থ হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট বিদ্যালয়-এর শিক্ষার্থী রহমত উল্লাহ, পঞ্চম হয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থী নাজিয়া বিন্তি। শীঘ্রই বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
© Deshchitro 2024