উত্তর নারায়নপুর জামে মসজিদ ও যুব সমাজের  উদ্যেগে পবিত্র শবে মেরাজ উপলক্ষে ওয়াজ, দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে উত্তর নারায়নপুর জামে মসজিদের মাঠে গতকাল রাতে উত্তর নারায়নপুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিস-উল-মোফাসিরিন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফখরুদ্দিন আহমেদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক মুফতি মাকসুদ আল মাসউদ ও সদকিরাম আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নেয়ামত উল্যা সাহেব।  সার্বিক সহযোগিতা ছিলেন বাংলা ট্রাভেল ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক তারেক আজিজ  শিপন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024