সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউপির ২নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ২ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-১ এর জার্সি উন্মোচন করা হয়েছে।

৯ ই ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ২ টার সময় স্থানীয় জয়কলস ইউপির ২ নং ওয়ার্ড কামরুপদলং-সদরপুর মাঠে উক্ত জার্সি উন্মোচন করা হয়।

ইমাদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়কলস ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একরামুল হক, লীগের পৃষ্টপোষক জামাল উদ্দিন, এমদাদুল হক, সবুজ মিয়া, জাকারিয়া আহমদ, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, সুহেল মিয়া, ইয়াহিয়া পারভেজ, একরাম উদ্দিন ও জাবেদ হোসেন, আহমদ উসমান।


ফ্রীডম ফাইটার্সের অধিনায়ক আহমদ উসমান, টাইগার ব্রাদার্স টিম চেয়ারম্যান সাইফুর রহমান, ফোর রিয়্যাল ফ্রেন্ডস ক্লাব  টিম চেয়ারম্যান ইমাদ আহমদ। উক্ত টিমগনের চেয়ারম্যান অধিনায়ক উপস্থিত থেকে প্রত্যেক টিমের জার্সি উন্মোচন করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024