মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙা বিলের নাপিতঘাটা এলাকার জলিল মেম্বরের চিংড়ি ঘের থেকে ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পুলিশ এক অজ্ঞাত নারীর(৩০) লাশ উদ্ধার করেছে।


সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ঘাস কাটতে যেয়ে দাঁতভাঙা বিলের নাপিতঘাটা এলাকার জলিল মেম্বরের ঘেরে এক অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। সে অনুযায়ী বিকেলে পুলিশ ঐ লাশ উদ্ধার করে। ঐ নারীর পরিচয় ও মৃত্যু রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024