মানবিক সাহায্যর জন্য আবেদন। 


 নাম: মোঃ আতাবর রহমান পিতা:মৃত  দলিল হোসেন

 মাতা: মোছাঃখাইরুন বিবি  গ্রাম:হাটমাধনগর,থানা:বাগমারা, জেলা:রাজশাহী 


সে গুরুতর রোগে আক্রান্ত,

( তার বাম হাতে ঘা হয়ে ইনফেকশন হয়ে গেছে) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওর্য়াডে  ভর্তি রয়েছে। 

তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন,তার মতো দারিদ্র পরিবারের পক্ষে, এতো ব্যয় বহুল খরচ বহন করা সম্ভব হচ্ছেনা। 


আপোনাদের কাছে বিনীত অনুরোধ তার পরিবারের  আর্থিক দিক বিবেচনা করে যে যতটুকু পারেন সাহায্যের জন্য এগিয়ে আসুন🙏🙏🙏 আপোনাদের একটু সহোযোগিতায় বেঁচে যেতে পারে একটা  অসহায় মানুষের প্রান।


           (দয়া করে সেয়ার করে দিন) 


বিকাশ : 01305-627288 (personal )

  নগদ : 01305-627288  (personal )

রকেট : 01305-627288  (personal )

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024