"ঢাকা- কুরিগ্রাম রোডের পার্কের মোরে ট্রাকের ধাক্কায় নিহত ১। "

প্রত্যক্ষদর্শীর তথ্য মতে - ' মডার্ণমোড় গামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি ধাক্কা লেগে মোটরসাইকেল আরহী পিছনের ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হন, এবং বাইক চালক বাইক সহ রাস্তার পাশে পড়ে আহত হয়৷

পার্কের মোড় কুরিগ্রাম বাসস্ট্যান্ড থেকে এগিয়ে  লিফা ফাস্টফুড এর সামনে এ ঘটনা ঘটে।' নিহতের বাড়ি কুড়িগ্রাম, চিলমারী। 

আমরা মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি।উক্ত স্থানটি বরাবরের মতোই চলাচলকারীদের জন্য বিপদজনক।  

বিশেষ করে রাস্তা পারাপারে পথচারীদের জন্য বাস, ট্রাকগুলোর বেপরোয়া গতি সবসময়ই আতংকের কারণ। 

অল্পগতির ইজি বাইক- রিক্সা যাত্রী উঠানামা করার জন্যেও বিপদজনক স্থান হয়ে দাড়িয়েছে। 

আর কত প্রাণ গেলে সমাধানের পথ খোঁজা হবে!

অন্যদিকে লালবাগ থেকে পার্কেরমোড় ছিনতাইয়ের জন্য আতংকের স্থান হয়ে দাড়িয়েছে। সব কিছু মিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা  যেনো এই এলাকার নিত্য নৈমিত্তিক শিরোনাম হয়ে দাড়িয়েছে। 

এসকল দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা  প্রতিরোধে দুর্ঘটনা প্রবণ হওয়া সত্ত্বেও কোনো সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

কামারমোড়, পার্কেরমোড়, সর্দারপাড়া থেকে রাস্তা পারাপার সবসময়ই আতংকের।  স্পীড ব্রেকারগুলো খুব বেশি কাজে দেয়না। অত্র এলাকায় ফুট-ওভার ব্রীজ, স্পীড ব্রেকার, জেব্রা কোচিং, ট্রাফিক পুলিশ এবং আইন প্রয়োগ এখন সময়ের দাবি। 

বিশ্ববিদ্যালয় এলাকায় কর্তব্যরত কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ একান্ত  কাম্য।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024