আসন্ন ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪ সফল করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ই ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্কাউট ভবনে উপজেলা স্কাউটসের আয়োজনে স্কাউট সদস্যদের হাতে কলমে শিখন ও সমাবেশে নিজ দলের দক্ষতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে অনুষ্ঠিত হয় বিশেষ প্রশিক্ষণ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ আয়োজন নিয়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ বলেন, এবারের কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশটি আগামী ২৯শে ফেব্রুয়ারী থেকে ৩রা মার্চ অব্ধি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট’।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024