বরিশাল নগরী কাউনিয়ায় ৫শ পিস ইয়াবাসহ মোসা: ছনিয়া ওরফে রিয়া মনি নামের এক নারীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।।শরিবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৭ টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডস্থ বেলতলা-তালতলী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার উদ্দিন তালুকদারের মেয়ে মোসা: ছনিয়া ওরফে রিয়া মনি (২৬), নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কাশিপুর চৌমাথার গণপাড়ার দুলাল জমাদ্দারের ছেলে মো: হিরন।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই সামসুল ইসলাম নেতৃত্বে এসআই আনিচুর রহমান, এএসআই মো: মিজানুর রহমান, এএসআই মোঃ শওকত হোসেন, এএসআই মো: মাহবুবুর রহমান, এএসআই মোঃ কামরুল ইসলাম শরিবার সকাল পৌণে ৭ টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডস্থ বেলতলা-তালতলী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান- বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে বলে জানান তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024