বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযানে নগরীতে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি খাবার হোটেলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর প্যারারা রোড ও গির্জা মহল্লা এলাকায় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার করার অপরাধে নগরীর প্যারারা রোডের মডার্ন মেডিকেল সার্ভিসকে ১৫ হাজার টাকা, সাউথ গ্রিন ভিউ ডায়াগনস্টিক ল্যাবকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নগরীর গির্জ্জা মহল্লার হোটেল আল জামিয়ায় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এবং কোতোয়ালি থানার একটি টিম উপস্থিত ছিল।জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024