যে সব অবহেলার বাতাসে তোমার উড়াইয়া দিছিলাম একদিন, সে সব বাতাস আমারে আজকাল চাদরে ঢাকা শরীরে ঝিরিঝিরি কইরা ঢুইকা পড়ে। জানান দেয় তুমি বুকের ভেতর এক অদ্ভুত কাঁপনিতে আটকাইয়া গেছো মনে পড়ায়, মন পোড়ায়! 


তোমারে যে ঝড়ের আঘাতে ফেলে দিছিলাম একদিন ভালবাসা দিয়ে,ভালবাসা কেড়ে নেওয়ার আবহাওয়া বার্তায়?  সে সব ভালবাসা আজকাল আমারে ঘন্টায় হাজার মাইল বেগে উড়াইয়া নিয়া যায়! 

 

তোমার যে সব স্বপ্ন আমি কাইরা নিয়া,সুখের কাছে বুঝি নাই একদিন মিনতিতে ! দাবড়াইয়া বেড়ানো যে সব স্বপ্ন ছ্যাইড়া দিছিলাম স্বপ্নের ঘূর্ণিপাকে,সেই সব স্বপ্নই আমারেই দাবড়াইয়া মারে। যেমনে দাবড়াইয়া মারে খুনের দায়ে দাগি আসামীরে আইনি হাত।


তোমারে যত্ন কইরা কান্দাইছি!ক্ষমা কইরা দিও।

এই যে তুমি এখন আমার নাই!  তুমিহীন ভূমিহীন হৃদয়ের কেবলই নদীর জীবনে চরের পাড়। তুমি নেই এই একখান দুঃখ আমার জ্বরেরধাক্কায় পাড় কইরা দেয় গোটা জীবনের হিসেব। 

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কোলামিস্ট।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024