১০ই ফেব্রুয়ারী শনিবার পঞগড় জেলার তেতুলিয়ায় স্পিড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজার সংলগ্ন গার্লস স্কুলে এলাকার কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুর এর কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাহফুজ বাজ্জাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গম প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গম প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জাহেরুল ইসলাম, কৌলিসম্পদ ও বীজ বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. সিদ্দিকুন নবী মন্ডল, গম প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল আওলাদ খান, গম প্রজনন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপ: সহ: কর্মকর্তা কৃষি অফিস তেতুলিয়া মোঃ মোজাম্মেল হোসেন ও এনামুল হক।

স্পিড ব্রিডিং কর্মসূচির অর্থায়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষকদের মাঝে সম্মানী ভাতা ও খাবার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024