কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জানাব নিরঞ্জন দেবনাথের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা জাহিদ হোসেন খাঁন পীর সাহেব পাঁচলাইশ ওয়াজেদিয়া দরবার শরীফ, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান, জনাব মোঃ শাহ্ সেলিম প্রধান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের মেম্বার, শহিদুল ইসলাম খান। সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, আব্দুল লতিফ।

এ সময়, ধর্মীয় শিক্ষক মাওলানা এমরান হোসেনের উপস্থাপনায়, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই লাল দত্ত, সহকারী প্রধান শিক্ষক নিমাই চন্দ্র সরকার, ইংরেজি শিক্ষক মোঃ ফানাউল্লাহ, ইয়াসিন প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের আরো অনেকে।

তিন অক্ষরের ছোট্ট একটি নাম বিদায়, বিদায় মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটি আপাদ মস্তক বিষাদ্বে ভরা, শব্দটা কানে আসতে মনটা কেন জানি বিষন্ন হয়ে যায়, এমন কেন হয়, কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ।

উক্ত অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব হযরত মাওলানা জাহিদ হোসেন খাঁন পীর সাহেব, পাঁচলাইশ ওয়াজেদিয়া দরবার শরীফ, চট্টগ্রাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024