|
Date: 2024-02-11 09:42:47 |
লাখাইয়ে আইএফআইসি ব্যাংকের আয়োজনে প্রতিবেশী উতসব-২০২৪।
লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ আই এফ আই সি ব্যংকের বুল্লাবাজার উপশাখার আয়োজনে প্রতিবেশী উতসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী প্রতিবেশী উতসব বা পিঠা উতসব এ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ ধরনের প্রতিনিধি উৎসবের আয়োজন করায় ব্যাংকের গ্রাহক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা এর ভূয়সী প্রসংশা করেন।
এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের অফিসার ইন চার্জ এহসানুল মাহবুব বলেন আমাদের এ প্রতিবেশী উতসব এ গ্রাহকদের অংশ গ্রহণ লক্ষ্যনীয়।
এ উতসব সারাদিন চলবে।
© Deshchitro 2024