পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থী গণধর্ষণ ও অপর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের অভিযোগে দুজনকে এবং ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। 


মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় গণধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছোট বোনকে নিয়ে বান্ধবীর বাড়ি থেকে গত ৮ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার নিজ বাড়ি যাওয়ার পথে ৩ কিশোর পথ আটকে সাথে থাকা ছোট বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ঐ শিক্ষার্থীকে পাশে থাকা বনের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ বিষয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে গলাচিপা ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের মৃত শহিদুল মেলকার এর ছেলে সোহাগ মেলকার(১৮) ও শাহআলম শরীফ এর ছেলে খায়রুল শরীফ (২২)কে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। অপরদিকে গত ৭ ফেব্রুয়ারী  বুধবার অন্য এক শিক্ষার্থীকে পরিত্যক্ত একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে নবম শ্রেণির এক কিশোর। এই অভিযোগে ঐ কিশোরকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ধর্ষণের শিকার হওয়া দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গলাচিপা থানায় ভিন্ন ভিন্ন দুটি মামলা দায়ের করেন। 



এ বিষয়ে গলাচিপা থানার  অফিসার ইনচার্জ  মো. ফেরদাউস আলম জানান, গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024