|
Date: 2024-02-11 12:45:34 |
কক্সবাজার র্যাব-১৫ এর আভিযানিক দল টেকনাফ উপজেলার নাজির পাড়া ও হ্নীলা নাটমোরা পাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১০হাজার ৪শ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, গত ১০ফেব্রুয়ারী সন্ধ্যা সোয়া ৭টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল বসত-বাড়িতে কয়েকজন মাদক কারবারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলায়নের চেষ্টাকালে নাজির পাড়ার নুরুল ইসলামের পুত্র মাদক কারবারী ইয়াছিন (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর দুইজন মাদক কারবারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও বসত-ঘর তল্লাশী করে ৬হাজার ৪শ ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৮.৩০টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল হ্নীলা ইউপির নাইটমোড়া পাড়াস্থ ফুলের ডেইল রাস্তার মাথায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪হাজার ইয়াবাসহ নাটমোরা পাড়ার আবুল হাশেমের পুত্র মাদক কারবারী নুর হোসাইন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
© Deshchitro 2024